বাফটা পুরস্কারের সঞ্চালনায় বলিঊড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব্যসাচীর শাড়িতে বাফটার মঞ্চে দেখা গেল তাঁকে। দীপিকাকে দেখে মন্ত্রমুগ্ধ দর্শকরা। বাফটা পুরস্কারের এবার সিংহভাগটাই দখল করে নিয়েছে ওপেনহেইমার। একাই ৭টি পুরস্কার জিতে নিয়েছেন তিনি। অভিনন্দন জানাচ্ছে তার ফ্যান রা।