পাঁচ বছর আগের দেওয়া ঘোষণা বাস্তবায়িত হলো না কেন, এ প্রশ্নের উত্তরে একটি সংবাদমাধ্যমে খুবই সাদামাটা একটি উত্তর দিয়েছেন ফজলুল্লাহ সাহেব। তিনি বলছেন, আমাদের শিল্প ও আবাসিক খাতে চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে পাঁচ বছর আগে তিনি যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, তার সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই। সময়ের সঙ্গে চাহিদার চাপ বাড়ছে, এ ধরনের কথা বলার জন্য তো বিশেষজ্ঞ বা ওয়াসার এমডি হওয়ার প্রয়োজন নেই। এই চাহিদার কথা মনে রেখেই তো প্রকল্প তৈরি হয়।
দুই বছরের মধ্যে নিয়মিত ২৪ ঘণ্টা পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে যিনি ব্যর্থ হয়েছেন, তিনি ১৪ বছরে ১৪ দফা পানির দাম বাড়াতে কিন্তু দ্বিধা করেননি। এর মধ্যে গত বছর এক ধাক্কায় ৩৮ শতাংশ দাম বাড়িয়ে নগরবাসীর প্রাণ ওষ্ঠাগত করেছেন। তাহলে কী বিবেচনায় পুরস্কৃত (চাকরির মেয়াদ বৃদ্ধি) হলেন তিনি?